সিটিজেন চার্টার
ক্রঃ নং | কাজের বিবরন | সেবা গ্রহীতা | সময়সীমা | কাজের পদ্ধতি | মন্তব্য |
০১. | উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক প্রতিষ্ঠান পরিদর্শন | সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান | প্রতি মাসে নির্ধারিত, সারা বছর | SBA,PBM,CQ পদ্ধতি,একীভূত শিক্ষা, শাখা খোলাসহ যাবতীয় বিষয়ে প্রতিষ্ঠানে সরাসরি উপস্থিত হয়ে একাডেমিক ও প্রশাসনিক পরিদর্শন এবং জেলা শিক্ষা অফিসার এর মাধ্যমে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন প্রেরন। |
|
২. | সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক প্রতিষ্ঠান পরিদর্শন | সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান | প্রতি মাসে নির্ধারিত, সারা বছর | SBA,PBM,CQ পদ্ধতি,একীভূত শিক্ষা, শাখা খোলাসহ যাবতীয় বিষয়ে প্রতিষ্ঠানে সরাসরি উপস্থিত হয়ে একাডেমিক ও প্রশাসনিক পরিদর্শন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর মাধ্যমে জেলা শিক্ষা অফিসার তথা উর্দ্ধতন কর্তৃপক্ষের এর কাছে প্রতিবেদন প্রেরন। |
|
৩. | সরকার প্রদত্ত বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরন | মাধ্যমিক বিদ্যালয়ের(ষষ্ঠ-দশম)এবং মাদ্রাসার(প্রথম-দশম শ্রেণী) শিক্ষার্থীরা | জানুয়ারী মাসে | প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি শিক্ষার্থীর হাতে হাতে |
|
৪. | প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের নির্বাচন পরিচালনা করা | প্রতিষ্ঠান তথা সমাজ | সারা বছর | ভোট গ্রহনের মাধ্যমে |
|
৫. | প্রতিষ্ঠান সমূহের শিক্ষক কর্মচারী নিয়োগে সক্রিয় অংশগ্রহন | প্রতিষ্ঠান | সারা বছর | নির্ধারিত কমিটির মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান করে । | শিক্ষামন্ত্রনালয়ের প্রতিনিধি হিসাবে |
৬. | জেএসসি/জেডিসি,এসএসসি/দাখিল,এইচএসসি/আলিম,অন্যান্য পাবলিক পরীক্ষার দায়িতব পালন। | শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী | পরীক্ষা চলাকালীন সময়ে | পরীক্ষা কেন্দ্রে সার্বক্ষনিক উপস্থিত থেকে নির্বাহী অফিসারের /বিভাগীয় দায়িতব পালন করা। |
|
৭. | উপবৃত্তি বিতরণ মাধ্যমিক পর্যায়ে (স্কুল ও মাদ্রাসা) | ১০%ছাত্রএবং ৩০% ছাত্রী (নূন্যতম ৩৩% নম্বরপ্রাপ্ত,গরীব,৭৫%উপস্থি্তি,অবিবাহিত শর্তাধীনে উপবৃত্তির অন্তর্ভূক্ত হবে)এবং শিক্ষাপ্রতিষ্ঠান টিউশন ফি প্রাপ্য হবে | জানু-জুন-(১ম কিস্তি), জুলাই-ডিসেম্বর)-২য় কিস্তি | সরাসরি প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীর হাতে হাতে প্রদান এবং প্রতিষ্ঠানকে টিউশন ভর্তুকি ফি প্রদান। |
|
৮ | উপবৃত্তি বিতরন উচ্চ মাধ্যমিক পর্যায়ে(কলেজ ও মাদ্রাসা) | ৪০% ছাত্রী(গরীব,৭৫%উপস্থি্তি,অবিবাহিত শর্তাধীনে উপবৃত্তির অন্তর্ভূক্ত হবে)এবং শিক্ষাপ্রতিষ্ঠান টিউশন ফি প্রাপ্য হবে | জানু-জুন-(১ম কিস্তি), জুলাই-ডিসেম্বর)-২য় কিস্তি ২বছর | সরাসরি প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীর হাতে হাতে প্রদান এবং প্রতিষ্ঠানকে টিউশন ভর্তুকি ফি প্রদান। |
|
৯. | উপবৃত্তি বিতরন স্নাতক পর্যায়ে(কলেজ ও মাদ্রাসা) | ৪০% ছাত্রী (গরীব,৭৫% উপস্থি্তি শর্তাধীনে উপবৃত্তির অন্তর্ভূক্ত হবে)এবং শিক্ষাপ্রতিষ্ঠান টিউশন ফি প্রাপ্য হবে | জানু-জুন-(১ম কিস্তি), জুলাই-ডিসেম্বর)-২য় কিস্তি ৩বছর | সরাসরি প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীর হাতে হাতে প্রদান এবং প্রতিষ্ঠানকে টিউশন ভর্তুকি ফি প্রদান। |
|
১০ | বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের নির্বাচন,স্থানীয় বা জাতীয় নির্বাচনে দায়িতব পালন | সরকার/শিক্ষা প্রতিষ্ঠান তথা জনগণ | নির্ধারিত সময়ে | ভোট গ্রহণ ও প্রতিবেদন দাখিলের মাধ্যমে |
|
১১. | সরাসরি অথবা স্থানীয় অথবা উর্ধ্বতন কর্তৃপক্ষের অথবা আদালতের নির্দেশনা মোতাবেক বিভিন্ন ধরনের তদন্ত কার্য সম্পাদন করা | সরকার/শিক্ষা প্রতিষ্ঠান তথা জনগণ | নির্ধারিত সময়ে | সংশ্লিষ্ট জনের মতামত বা সাক্ষ্যগ্রহণ, নথিপত্র যাচাই প্রভৃতি পদ্ধতিতে তদন্তকার্য সম্পাদন শেষে প্রতিবেদন প্রেরন |
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS